shershanews24.com
মুহূর্তে ধুলায় পরিণত হলো ১৯তলা ভবন (ভিডিও)
রবিবার, ১২ জানুয়ারী ২০২০ ১১:৪৯ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com


শীর্ষনিউজ ডেস্ক: পরিবেশ আইন অমান্য করে সাগরপাড়ে গড়ে তোলা সুউচ্চ দুই ভবন মুহূর্তেই ধুলায় পরিণত হলো। শনিবার ভারতের কেরালার কোচিতে এমন চারটি ভবনের মধ্যে দুটি গুঁড়িয়ে দেওয়া হয়।
দেশটির সুপ্রিম কোর্টের রায়ে এগুলো ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে এইচটুও হলি ফেইথ ও আলফা স্রিন নামে দুটি ভবন শনিবার ভাঙা হলো। নিয়ন্ত্রিত বিস্ম্ফোরণের মাধ্যমে ভবন দুটিকে ১ মিনিটের ব্যবধানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 
পরিবেশ আইন অমান্যকারীদের প্রতি কঠোর মনোভাব দেখানোর অংশ হিসেবে প্রশাসন ভবন চারটি ভেঙে ফেলতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল।
এরই ধারাবাহিকতায় ১৯ তলাবিশিষ্ট ভবনের ৯০টি ফ্ল্যাট মুহূর্তেই গুঁড়িয়ে দেওয়া হয়। এএফপি।
শীর্ষনিউজ/এমকে